ভারতে ইউরোপীয়দের আগমন নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, যা UPSC, SSC, PSC সহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
ইউরোপীয় আগমন বিষয়ক গুরুত্বপূর্ণ ক্যুইজ
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন?
ভারতে প্রথম কোন ইউরোপীয় জাতি আসে?
পর্তুগিজদের ভারতের প্রথম রাজধানী কোথায় ছিল?
কোন মুঘল সম্রাট ইংরেজদের সুরাট-এ ফ্যাক্টরি স্থাপনের অনুমতি দেন?
পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল?
ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন?
কোন ফরাসি গভর্নর জেনারেল ভারতে ফরাসি সাম্রাজ্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?
ভারতের কোন রাজ্যে পর্তুগিজরা প্রথম তাদের উপনিবেশ স্থাপন করে?
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়?
বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল?
কোন ইউরোপীয় শক্তি ভারত থেকে মসলা ব্যবসা নিয়ন্ত্রণ করত?
আলবুকার্ক কত সালে গোয়া জয় করেন?
চন্দননগর কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল?
সিরঙ্গপত্তমের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে প্রতিষ্ঠা করেন?
কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ফরাসি শক্তির অবসান ঘটে?
ভারতে ইংরেজদের প্রথম বাণিজ্য কেন্দ্র কোথায় স্থাপিত হয়?
ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন?
পর্তুগিজরা ভারত থেকে কীসের ব্যবসা করত?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ভাস্কো দা গামা ১৫০০ সালে ভারতে আসেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
আলবুকার্ক ছিলেন একজন পর্তুগিজ গভর্নর।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
পলাশীর যুদ্ধ ১৭৬৪ সালে হয়েছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ডাচরা ভারতে নীল ও মসলার ব্যবসা করত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
যুদ্ধ ও সাল এর জোড় মেলাও।
আরও History বিষয়ক ক্যুইজ খেল