বৌদ্ধ ও জৈন ধর্মের মূল বিশ্বাস ও শিক্ষা নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে তৈরি। পরীক্ষার্থীরা সহজেই গুরুত্বপূর্ণ তথ্য জানতে ও প্রস্তুতি নিতে পারবে।
বৌদ্ধ ও জৈন ধর্ম বিষয়ক গুরুত্বপূর্ণ ক্যুইজ
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
মহাবীর কততম জৈন তীর্থঙ্কর ছিলেন?
বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থগুলির সমষ্টিকে কি বলা হয়?
জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন?
জৈন ধর্মের মূল নীতি কি?
বৌদ্ধ ধর্মে দুঃখের কারণ হিসেবে কি বলা হয়েছে?
জৈন ধর্মের 'ত্রিরত্ন' কোনটি?
Arrange Here:
গৌতম বুদ্ধের প্রথম ধর্মোপদেশ কি নামে পরিচিত?
জৈন সাধকদের পরিধানের ভিত্তিতে কয়টি প্রধান সম্প্রদায়ে বিভক্ত করা হয়?
বৌদ্ধ ধর্মে 'অষ্টাঙ্গিক মার্গ' কি নিয়ে গঠিত?
জৈন ধর্মের শ্বেতাম্বর সম্প্রদায়ের সাধুরা কি পরিধান করেন?
গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায়ের সাধুরা কেমন থাকেন?
কোন বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান শাখায় বিভক্ত হয়?
জৈন ধর্ম অনুযায়ী, আত্মাকে মুক্তি দিতে হলে কি করতে হবে?
বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র কি?
কোন নদীর তীরে মহাবীর সিদ্ধি লাভ করেন?
বৌদ্ধ ধর্মে 'সংঘ' কি নির্দেশ করে?
জৈন ধর্মের 'পঞ্চ মহাব্রত' কে প্রবর্তন করেন?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
গৌতম বুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
জৈন ধর্মে ঈশ্বরকে সর্বোচ্চ সত্তা হিসেবে পূজা করা হয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
বৌদ্ধ ধর্মে কর্মফলের উপর বিশ্বাস করা হয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
মহাবীর বুদ্ধের সমসাময়িক ছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
জৈন ধর্মের প্রধান কেন্দ্র হলো পাটলিপুত্র।
বৌদ্ধ ধারণা ও তাদের অর্থের জোড় মেলাও।
জৈন ধারণা ও তাদের অর্থের জোড় মেলাও।