WBPSC সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য হরপ্পা সভ্যতার সাইট ও আবিষ্কার নিয়ে গুরুত্বপূর্ণ ক্যুইজ ও প্রশ্নোত্তর এখানে দেওয়া হয়েছে। এগুলো পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী।
হরপ্পা সভ্যতার সাইট ও আবিষ্কার: গুরুত্বপূর্ণ ক্যুইজ
Total Questions: 22
Total Marks: 30
Total Slides: 8
হরপ্পা সভ্যতার কোন সাইটে গ্রানারি বা শস্যগার আবিষ্কৃত হয়েছে?
নিচের কোনটি হরপ্পা সভ্যতার একটি বন্দর নগরী?
‘Great Bath’ কোন হরপ্পা সাইটে পাওয়া গেছে?
কোন সাইটে আগুনের বেদি (Fire altar) পাওয়া গেছে?
হরপ্পা সভ্যতার কোন সাইটে ঘোড়ার কঙ্কাল পাওয়া গেছে বলে দাবি করা হয়?
‘Dockyard’ আবিষ্কৃত হয়েছে কোন সাইটে?
নিচের কোনটি হরপ্পা সভ্যতার সর্ববৃহৎ সাইট?
‘Dancing Girl’ ব্রোঞ্জ মূর্তি কোন সাইটে পাওয়া গেছে?
কোন সাইটে কবরস্থান H আবিষ্কৃত হয়েছে?
হরপ্পা সভ্যতার কোন সাইটে ‘বেলন সিল’ (Cylinder Seal) পাওয়া গেছে?
‘Bead making factory’ কোন সাইটে পাওয়া গেছে?
Dholavira সাইটটি বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
হরপ্পা সভ্যতার কোন সাইটে ‘বৃদ্ধাশ্রম’ (Old Age Home) এর চিহ্ন পাওয়া গেছে?
‘Seal of Pashupati’ কোন সাইটে পাওয়া গেছে?
হরপ্পা সভ্যতার কোন সাইটে ‘বাড়ির নিচে কুয়া’ (Well under house) পাওয়া গেছে?
নিচের বিবৃতিটি পড়ো এবং সত্য বা মিথ্যা বলো।
হরপ্পা সভ্যতার সর্ববৃহৎ সাইট হল রাখিগড়ি।
নিচের বিবৃতিটি পড়ো এবং সত্য বা মিথ্যা বলো।
লোথাল সাইটে ডকইয়ার্ড আবিষ্কৃত হয়েছে।
নিচের বিবৃতিটি পড়ো এবং সত্য বা মিথ্যা বলো।
মহেঞ্জোদারোতে গ্রেট বাথ পাওয়া যায়নি।
নিচের বিবৃতিটি পড়ো এবং সত্য বা মিথ্যা বলো।
কালিবঙ্গানে আগুনের বেদি পাওয়া গেছে।
নিচের বিবৃতিটি পড়ো এবং সত্য বা মিথ্যা বলো।
চানহুদারোতে ব্রোঞ্জের নৃত্যরত মেয়ের মূর্তি পাওয়া গেছে।
সঠিক সাইটের সাথে তার বৈশিষ্ট্য জোড়া লাগাও।
সঠিক সাইটের সাথে বর্তমান রাজ্য জোড়া লাগাও।