WBPSC সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য হর্ষবর্ধনের শাসনকাল থেকে গুরুত্বপূর্ণ ক্যুইজ ও প্রশ্নোত্তর এখানে দেওয়া হয়েছে। এই অধ্যায়টি ইতিহাসে বারবার আসে, তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ভালোভাবে পড়ে নাও।
হর্ষবর্ধনের শাসনকাল: গুরুত্বপূর্ণ ক্যুইজ প্রশ্ন
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন?
হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল?
হর্ষবর্ধন কোন ধর্ম গ্রহণ করেছিলেন?
হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন?
হর্ষবর্ধন কোন নাটকগুলি রচনা করেন?
Arrange Here:
হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে কোথায় স্থানান্তরিত করেন?
হর্ষবর্ধনকে দক্ষিণ ভারতে কে পরাজিত করেন?
হর্ষবর্ধনের রাজত্বকাল প্রায় কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল?
হর্ষবর্ধনের জীবনী 'হর্ষচরিত' কে রচনা করেন?
প্রয়াগে হর্ষবর্ধন প্রতি পাঁচ বছর অন্তর যে ধর্মীয় মহাসভা অনুষ্ঠিত করতেন তার নাম কি?
হর্ষবর্ধনের শাসনকালে নালন্দা বিশ্ববিদ্যালয় কিসের জন্য বিখ্যাত ছিল?
হিউয়েন সাং-এর ভ্রমণ বিবরণীর নাম কি?
হর্ষবর্ধন কার পুত্র ছিলেন?
হর্ষবর্ধনের রাজ্যবর্ধন নামের ভাই-এর মৃত্যুর পর কে সিংহাসন লাভ করেন?
বাণভট্টের অপর একটি বিখ্যাত গ্রন্থ কোনটি?
হর্ষবর্ধনের সাম্রাজ্যের পূর্ব দিকের প্রতিবেশী রাজ্য কোনটি ছিল?
চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর যে শিলালিপি থেকে হর্ষবর্ধনের পরাজয়ের কথা জানা যায় সেটি কোনটি?
হর্ষবর্ধনকে 'শিলাদিত্য' উপাধিতে কে ভূষিত করেন?
হর্ষবর্ধন কোন শাসককে পরাজিত করে কনৌজের সিংহাসন দখল করেন?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
হর্ষবর্ধন নিজে একজন লেখক ছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
হর্ষবর্ধন কনৌজকে তার প্রাথমিক রাজধানী হিসেবে গ্রহণ করেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
হিউয়েন সাং হর্ষবর্ধনকে বৌদ্ধধর্মের একজন মহান পৃষ্ঠপোষক হিসেবে বর্ণনা করেছেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
শশাঙ্ক ছিলেন হর্ষবর্ধনের মিত্র।
শাসক ও তাদের সভাকবির জোড় মেলাও।
রাজ্য ও তাদের রাজধানীর জোড় মেলাও।