মধ্যযুগীয় ভারতের বিখ্যাত পর্যটক ইবন বতুতা, আল-বিরুনি ও মার্কো পোলো নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
মধ্যযুগীয় পর্যটকদের নিয়ে ক্যুইজ প্রশ্নোত্তর
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন?
আল-বিরুনি কার সাথে ভারতে এসেছিলেন?
মার্কো পোলো কোন দেশীয় পর্যটক ছিলেন?
ইবন বতুতার বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম কি?
আল-বিরুনি রচিত বিখ্যাত গ্রন্থ কোনটি?
মার্কো পোলো কোন ভারতীয় রাজ্যে ভ্রমণ করেছিলেন?
ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
আল-বিরুনি ভারতে এসেছিলেন কত শতকে?
মার্কো পোলো কত সালে ভারতে আসেন?
আল-বিরুনি কোন ভাষা নিয়ে গবেষণা করেছিলেন?
ইবন বতুতা দিল্লিতে কত বছর কাজ করেছিলেন?
মার্কো পোলো কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
আল-বিরুনি কোন বিষয়ে পণ্ডিত ছিলেন?
ইবন বতুতা কোন সুলতানের দূত হিসেবে চীনে গিয়েছিলেন?
মার্কো পোলোর ভ্রমণ কাহিনী কী নামে পরিচিত?
আল-বিরুনি ভারতের কোন অঞ্চল সম্পর্কে বিশদ বিবরণ দিয়েছেন?
ইবন বতুতা কোন ধরণের কাজ করতেন ভারতে?
মার্কো পোলো তাঁর ভ্রমণ কাহিনীতে কোন ভারতীয় বন্দরের কথা উল্লেখ করেছেন?
আল-বিরুনি তাঁর কিতাব আল-হিন্দ গ্রন্থে কীসের বিবরণ দিয়েছেন?
ইবন বতুতা ভারত থেকে কোন দেশে যাত্রা করেন?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ইবন বতুতা ছিলেন একজন ইতালীয় পর্যটক।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
আল-বিরুনি চিকিৎসাশাস্ত্র নিয়ে গবেষণা করেছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
মার্কো পোলো ভারতে মঙ্গোল সাম্রাজ্য সম্পর্কে লিখেছেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ইবন বতুতা চীনের সম্রাটকে উপহার পাঠিয়েছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
আল-বিরুনি গণিত ও জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন।
পর্যটক ও তাদের দেশের জোড় মেলাও।
পর্যটক ও তাদের বিখ্যাত গ্রন্থের জোড় মেলাও।
গুরুত্বপূর্ণ History ক্যুইজ