মারাঠা সাম্রাজ্যের শিবাজির প্রশাসন ও পেশোয়া শাসন নিয়ে এই ক্যুইজে থাকছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ইতিহাসের এই অধ্যায়ে ভালো নম্বর পেতে এই ক্যুইজটি অবশ্যই চর্চা করো।
শিবাজি ও পেশোয়া শাসন: গুরুত্বপূর্ণ ক্যুইজ প্রশ্ন
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 10
শিবাজীর অষ্টপ্রধানের প্রধান মন্ত্রীকে কি বলা হত?
শিবাজী কোন প্রকার যুদ্ধ কৌশল ব্যবহার করতেন?
শিবাজীর ভূমি রাজস্ব ব্যবস্থায় উৎপাদিত ফসলের কত অংশ রাজস্ব হিসেবে নেওয়া হত?
পেশোয়াদের শাসনকালে মারাঠা সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
শিবাজীর রাজস্ব ব্যবস্থায় ভূমি পরিমাপের জন্য কোন দণ্ড ব্যবহার করা হত?
পেশোয়া শাসনের সূচনা কে করেন?
শিবাজীর অশ্বারোহী সেনাদলের প্রধান দুটি ভাগ কি ছিল?
চৌথ কি ছিল?
সরদেশমুখী কি ছিল?
তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
শিবাজী তার প্রশাসনকে কয়টি বিভাগে ভাগ করেছিলেন?
শিবাজীর নৌবাহিনীর প্রধান কেন্দ্র কোথায় ছিল?
কোন পেশোয়া 'হিন্দু পদ পাদশাহী' ধারণাকে জনপ্রিয় করেন?
মারাঠা সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
শিবাজীর শাসনকালে দুর্গগুলির সুরক্ষার দায়িত্বে কে ছিলেন?
পেশোয়া দ্বিতীয় বাজিরাও কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশদের সাথে সহায়ক জোট গ্রহণ করেন?
পেশোয়াদের আমলে কোন শ্রেণীর বণিকরা দূরপাল্লার বাণিজ্যে জড়িত ছিল?
কোন মারাঠা সর্দার গোয়ালিয়রের সিন্ধিয়া বংশ প্রতিষ্ঠা করেন?
শিবাজীর শাসনকালে বিচার বিভাগের প্রধান কে ছিলেন?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
শিবাজীর প্রশাসন মুঘল প্রশাসনের দ্বারা প্রভাবিত ছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
পেশোয়া শাসনকালে পেশোয়ারা নামমাত্র শাসক ছিলেন, প্রকৃত ক্ষমতা ছত্রপতির হাতে ছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
চৌথ এবং সরদেশমুখী উভয়ই ভূমি রাজস্বের অংশ ছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
প্রথম বাজিরাও ছিলেন মারাঠাদের শেষ শক্তিশালী পেশোয়া।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
শিবাজী তার প্রজাদের উপর কঠোর কর চাপিয়েছিলেন।
পদবী ও দায়িত্বের জোড় মেলাও।
শাসক ও তাদের সাফল্যের জোড় মেলাও।
গুরুত্বপূর্ণ History ক্যুইজ