মধ্যযুগীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি নিয়ে তৈরি এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষভাবে উপযোগী। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর অনুশীলন করলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সহজ হবে।
মধ্যযুগীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ক্যুইজ প্রশ্ন
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
রজিয়া সুলতানা দিল্লির সিংহাসনে কত সালে আরোহণ করেন?
আহমেদনগর রাজ্যের রানী কে ছিলেন যিনি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেন?
পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল?
পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
আকবরনামা কে রচনা করেন?
দ্বীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন?
তাজমহল কে নির্মাণ করেন?
ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন?
শিবাজীর রাজধানীর নাম কি ছিল?
আগ্রা ফোর্ট কে নির্মাণ করেন?
দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন?
কোন মুঘল সম্রাট 'জিন্দাপীর' নামে পরিচিত ছিলেন?
ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন?
তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল?
তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
কুতুব মিনার কে নির্মাণ শুরু করেন?
তুঘলক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সালে হয়েছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
শের শাহ সুরি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
বুলন্দ দরওয়াজা আকবর নির্মাণ করেন ফতেপুর সিক্রিতে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ঔরঙ্গজেব সঙ্গীত ও চিত্রকলার পৃষ্ঠপোষক ছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
হুমায়ুন চৌসার যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন।
শাসক ও তাদের রাজবংশের জোড় মেলাও।
যুদ্ধ ও সাল এর জোড় মেলাও।
গুরুত্বপূর্ণ History ক্যুইজ