মধ্যযুগীয় ভারতীয় সাহিত্য নিয়ে এই ক্যুইজে থাকছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আমির খসরু, তুলসীদাসসহ বিভিন্ন কবি ও তাঁদের সাহিত্যকর্ম নিয়ে তৈরি হয়েছে এই ক্যুইজ। প্রস্তুতি যাচাই করো সহজ ভাষায়।
মধ্যযুগীয় সাহিত্য বিষয়ক ক্যুইজ প্রশ্নাবলী
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 10
প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি পারস্য রাগ প্রবর্তন করেন?
আমির খসরু কার শিষ্য ছিলেন?
কবিরের দোহা কোন ভাষায় রচিত?
রামচরিতমানস কে রচনা করেন?
তুলসীদাস কোন শাসকের সমসাময়িক ছিলেন?
আমির খসরুকে 'ভারতের তোতা' বা 'তুতি-ই-হিন্দ' কে উপাধি দিয়েছিলেন?
কবিরের গুরু কে ছিলেন?
সূরদাস কোন ভাষার কবি ছিলেন?
বিনয় পত্রিকা কে রচনা করেন?
আমির খসরু কোন বাদ্যযন্ত্রের উদ্ভাবক হিসাবে পরিচিত?
কবিরের রচনাবলী কোন গ্রন্থে সংকলিত?
তুলসীদাস কোন দেবতাকে উৎসর্গীকৃত কবিতা লিখতেন?
কোন শাসক আমির খসরুকে পৃষ্ঠপোষকতা করেছিলেন?
সূরদাস মূলত কোন দেবতাকে নিয়ে কবিতা লিখতেন?
আদি গ্রন্থ সাহেব-এ কোন কবির রচনা অন্তর্ভুক্ত আছে?
কবির কোন ভক্তি আন্দোলনের সাধক ছিলেন?
আমির খসরু কতজন সুলতানের শাসনকাল দেখেছিলেন?
কোন বইটি আমির খসরু রচনা করেননি?
সূর সাগরের রচয়িতা কে?
তুলসীদাসের রামচরিতমানস কোন ভাষায় রচিত?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
আমির খসরু ফার্সি এবং হিন্দিতে লিখতেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
তুলসীদাস ছিলেন একজন সুফি সাধক।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
কবির জাতিভেদ প্রথার বিরুদ্ধে প্রচার করতেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
সূরদাস ছিলেন রাম ভক্ত কবি।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
আমির খসরু আলাউদ্দিন খলজির দরবারে কবি ছিলেন।
লেখক ও তাদের রচনার জোড় মেলাও।
কবি ও তাদের সংশ্লিষ্ট ভক্তি ধারার জোড় মেলাও।
গুরুত্বপূর্ণ History ক্যুইজ