মুঘল শিল্প ও স্থাপত্য নিয়ে এই ক্যুইজে থাকছে তাজমহল, লালকেল্লা ও ফতেপুর সিক্রি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী এই ক্যুইজে অংশ নিয়ে নিজের প্রস্তুতি যাচাই করো।
তাজমহল, লালকেল্লা ও ফতেপুর সিক্রি বিষয়ক ক্যুইজ
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 10
তাজমহল কে নির্মাণ করেন?
তাজমহল কোন শহরে অবস্থিত?
লালকেল্লা কোন মুঘল সম্রাট নির্মাণ করেন?
ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন?
লালকেল্লা কোন শহরে অবস্থিত?
ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন?
তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?
লালকেল্লার নির্মাণ কাজ কত সালে শুরু হয়েছিল?
ফতেপুর সিক্রি কোন সালে নির্মিত হয়েছিল?
তাজমহল নির্মাণে কত সময় লেগেছিল?
লালকেল্লার স্থাপত্য কোন শৈলীর উদাহরণ?
ফতেপুর সিক্রিতে কোন গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন অবস্থিত নয়?
তাজমহলের শ্বেতপাথর কোথা থেকে আনা হয়েছিল?
লালকেল্লার দেওয়ান-ই-খাস কীসের জন্য বিখ্যাত?
ফতেপুর সিক্রি নির্মাণে কোন উপাদান প্রধানত ব্যবহৃত হয়েছিল?
আগ্রার তাজমহল কোন নদীর তীরে অবস্থিত?
লালকেল্লার ভেতরে অবস্থিত মতি মসজিদ কে নির্মাণ করেন?
ফতেপুর সিক্রিতে অবস্থিত সলিম চিস্তির দরগাহ কোন স্থাপত্যশৈলীর নিদর্শন?
তাজমহলের ভেতরের ডিজাইনকে কী বলা হয়?
মুঘল স্থাপত্যের একটি বিশেষ বৈশিষ্ট্য 'চারবাগ' কোথায় দেখা যায়?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
তাজমহল আগ্রা দুর্গের ভেতরে অবস্থিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
লালকেল্লাটি সম্পূর্ণরূপে লাল বেলেপাথর দিয়ে তৈরি।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ফতেপুর সিক্রি আকবরের নতুন রাজধানী ছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
বুলন্দ দরওয়াজা ফতেপুর সিক্রির প্রধান প্রবেশদ্বার।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
মতি মসজিদ লালকেল্লার ভেতরে শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল।
স্থাপত্য নিদর্শন ও নির্মাণকারীর জোড় মেলাও।
স্থাপত্য নিদর্শন ও তাদের শহরের জোড় মেলাও।
গুরুত্বপূর্ণ History ক্যুইজ
- Sangam Age: South Indian History ক্যুইজ – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
- Chalukyas ও Pallavas: South Indian Dynasties ক্যুইজ
- প্রাচীন ইতিহাস ক্যুইজ: WB পরীক্ষার জন্য দ্রুত রিভিশন প্রশ্ন
- Samudragupta ও Chandragupta II: গুরুত্বপূর্ণ ক্যুইজ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
- প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মৌর্য থেকে গুপ্ত যুগের শিল্প ও স্থাপত্য ক্যুইজ