মুঘল সাম্রাজ্য: বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত এই ক্যুইজে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে। ইতিহাসের এই অধ্যায়ে ভালো প্রস্তুতি নিতে এই ক্যুইজটি অবশ্যই করো।
মুঘল সাম্রাজ্য নিয়ে গুরুত্বপূর্ণ ক্যুইজ প্রশ্ন
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 14
বাবর কবে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?
পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
শের শাহ সুরি কোন মুঘল সম্রাটকে ভারত থেকে বিতাড়িত করেন?
আকবর কবে সিংহাসনে আরোহণ করেন?
পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
আকবরনামা কে রচনা করেন?
দ্বীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন?
জাহাঙ্গীরের স্ত্রীর নাম কি ছিল যিনি মুঘল সাম্রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন?
তাজমহল কে নির্মাণ করেন?
কোন মুঘল সম্রাট 'জিন্দাপীর' নামে পরিচিত ছিলেন?
ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন?
সুবাহ প্রথা কে চালু করেন?
আগ্রা ফোর্ট কে নির্মাণ করেন?
দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন?
মুঘল যুগে ভূমি রাজস্ব আদায়ের প্রধান পদ্ধতি কোনটি ছিল?
মনসবদারি প্রথা কে চালু করেন?
তুজুক-ই-বাবরি কোন ভাষায় রচিত?
ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন?
কোন মুঘল সম্রাট চিত্রকলার পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত ছিলেন?
সড়ক-ই-আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড (GT Road) কার সময়কালে উন্নত করা হয়েছিল?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
আকবর ছিলেন একজন অশিক্ষিত সম্রাট।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ঔরঙ্গজেব সঙ্গীতের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
জাহাঙ্গীর বাংলায় স্বাধীন রাজ্য স্থাপন করেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
হুমায়ুন চওসার যুদ্ধে শের শাহ সুরির কাছে পরাজিত হয়েছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
শাহজাহান আগ্রায় মতি মসজিদ নির্মাণ করেন।
মুঘল সম্রাট ও তাদের সমাধিস্থলের জোড় মেলাও।
মুঘল সম্রাট ও তাদের সময়ের বিখ্যাত স্থপত্যের জোড় মেলাও।
গুরুত্বপূর্ণ History ক্যুইজ
- প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রাচীন ভারতের মূল শব্দভাণ্ডার ক্যুইজ
- Chalukyas ও Pallavas: South Indian Dynasties ক্যুইজ
- প্রাচীন ইতিহাস ক্যুইজ: WB পরীক্ষার জন্য দ্রুত রিভিশন প্রশ্ন
- Samudragupta ও Chandragupta II: গুরুত্বপূর্ণ ক্যুইজ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
- প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মৌর্য থেকে গুপ্ত যুগের শিল্প ও স্থাপত্য ক্যুইজ