উত্তর-পশ্চিম সীমান্ত নীতি” উত্তর-পশ্চিম সীমান্ত নীতি নিয়ে বলবন থেকে মুঘল যুগ পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই ক্যুইজে পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এখানে রয়েছে। এই ক্যুইজ তোমার প্রস্তুতিতে সহায়ক হবে।
উত্তর-পশ্চিম সীমান্ত নীতি বিষয়ক ক্যুইজ
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 11
আলাউদ্দিন খলজি উত্তর-পশ্চিম সীমান্ত নীতিতে কোন পদ্ধতি গ্রহণ করেন?
মুঘল যুগে উত্তর-পশ্চিম সীমান্ত কে নিয়ন্ত্রণ করত?
বলবনের উত্তর-পশ্চিম সীমান্ত নীতির প্রধান লক্ষ্য কি ছিল?
আকবরের উত্তর-পশ্চিম সীমান্ত নীতির মূল উদ্দেশ্য কি ছিল?
শের শাহ সুরি উত্তর-পশ্চিম সীমান্ত সুরক্ষায় কি নির্মাণ করেন?
মুঘল সম্রাট জাহাঙ্গীর কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে পারস্যের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন?
ঔরঙ্গজেবের উত্তর-পশ্চিম সীমান্ত নীতি কি ছিল?
দিল্লি সালতানাতের কোন শাসক মঙ্গোল আক্রমণ প্রতিহত করতে সফল হন?
মুঘলদের জন্য উত্তর-পশ্চিম সীমান্ত কেন গুরুত্বপূর্ণ ছিল?
কোন মুঘল সম্রাট মধ্য এশিয়া জয়ের উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতেন?
গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?
বাবরের ভারত আক্রমণের প্রধান পথ কোনটি ছিল?
মুঘল সম্রাট হুমায়ুন কোন অঞ্চলে শের শাহ সুরির কাছে পরাজিত হন?
মুঘল যুগে কান্দাহার কতবার হাতবদল হয়েছিল?
সুলতান আলাউদ্দিন খলজি তার সীমান্ত সুরক্ষার জন্য কি ব্যবস্থা নিয়েছিলেন?
কোন মুঘল সম্রাট কাবুল ও কান্দাহারকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন?
মঙ্গোলরা কত শতকে ভারত আক্রমণ শুরু করে?
আফগান উপজাতিদের দমন করতে কোন মুঘল সম্রাট বিশেষ অভিযান চালান?
দিল্লি সালতানাতের কোন শাসক দুর্বল সীমান্ত নীতির কারণে সমালোচিত হয়েছিলেন?
শের শাহ সুরি কবে মারা যান?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
বলবন মঙ্গোল আক্রমণের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
আকবর কান্দাহারকে পারস্যের হাতে ছেড়ে দিয়েছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
মুঘলদের জন্য উত্তর-পশ্চিম সীমান্ত ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ঔরঙ্গজেব কান্দাহার পুনরুদ্ধার করতে সফল হয়েছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
শের শাহ সুরি উত্তর-পশ্চিম সীমান্তে কোনো দুর্গ নির্মাণ করেননি।
শাসক ও তাদের সীমান্ত নীতির জোড় মেলাও।
নদী ও এলাকার জোড় মেলাও।
আরও History বিষয়ক ক্যুইজ খেল