মধ্যযুগীয় ভারতের আঞ্চলিক রাজ্যগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ। এই ক্যুইজে বেঙ্গল, জৌনপুর ও গুজরাট নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
বেঙ্গল, জৌনপুর ও গুজরাট রাজ্য: ক্যুইজ প্রশ্নাবলী
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
কোথাকার ইলিয়াস শাহী রাজবংশ বিখ্যাত ছিল?
আটলা মসজিদ কোথায় অবস্থিত?
গুজরাটের কোন সুলতান মাহমুদ বেগারাহ নামে পরিচিত ছিলেন?
বাংলার স্বাধীন সুলতানি কে প্রতিষ্ঠা করেন?
জৌনপুরের কোন শাসক 'শর্কি সুলতান' নামে পরিচিত ছিলেন?
গুজরাটের আহমেদাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন?
আদিনা মসজিদ কোথায় অবস্থিত?
জৌনপুরকে 'ভারতের শিরাজ' বলা হয় কেন?
মাহমুদ বেগারাহ কেন বিখ্যাত ছিলেন?
বাংলার হোসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
জৌনপুর সুলতানি কে প্রতিষ্ঠা করেন?
গুজরাটের কোন সুলতান পর্তুগিজদের সাথে সংঘর্ষে জড়িয়েছিলেন?
পান্ডুয়ায় বিখ্যাত একলাখী সমাধি কার?
জৌনপুর সুলতানি কত সালে প্রতিষ্ঠিত হয়?
গুজরাটের লোথাল বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
বাংলার কোন শাসক 'সৎপীর' নামে পরিচিত ছিলেন?
জৌনপুরের কোন শর্কি সুলতান সঙ্গীত ও শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন?
গুজরাটের কোন শহরে জৈন মন্দির স্থাপত্যের নিদর্শন দেখা যায়?
বাংলার গৌড় শহরে কোন সুলতানের রাজধানী ছিল?
জৌনপুর সুলতানির শেষ শাসক কে ছিলেন?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
আদিনা মসজিদ জৌনপুরে অবস্থিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
গুজরাটের আহমেদাবাদ শহর মাহমুদ বেগারাহ প্রতিষ্ঠা করেছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
বাংলার ইলিয়াস শাহী রাজবংশ ১৩৪২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
জৌনপুর সুলতানিকে স্বাধীনভাবে প্রতিষ্ঠা করেন ইব্রাহিম শাহ শর্কি।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
মাহমুদ বেগারাহ গুজরাটের একজন বিখ্যাত সুলতান ছিলেন।
রাজ্য ও তাদের রাজধানীর জোড় মেলাও।
শাসক ও তাদের রাজবংশের জোড় মেলাও।
গুরুত্বপূর্ণ History ক্যুইজ
- প্রাচীন ভারতের মূল গ্রন্থ ও লেখক: ইতিহাস জিকে ক্যুইজ
- Sangam Age: South Indian History ক্যুইজ – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
- প্রাচীন ভারতীয় শিল্প ও স্থাপত্য: মৌর্য থেকে গুপ্ত যুগ ক্যুইজ
- Samudragupta ও Chandragupta II: গুরুত্বপূর্ণ ক্যুইজ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
- বৌদ্ধ ও জৈন ধর্ম: মূল বিশ্বাস ও শিক্ষার ক্যুইজ