প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মহাজনপদ ও প্রাচীন ভারতের রাজ্য নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে তৈরি এই ক্যুইজ। ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি সহজ ভাষায় উপস্থাপিত হয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
মহাজনপদ ও প্রাচীন রাজ্য: ক্যুইজ প্রশ্নাবলী
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 8
মহাজনপদগুলি মূলত কোন সময়কালে উদ্ভূত হয়েছিল?
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কতগুলি মহাজনপদ ছিল?
কোন বৈদিক গ্রন্থে মহাজনপদগুলির প্রথম উল্লেখ পাওয়া যায়?
মগধের প্রাথমিক রাজধানী কোথায় ছিল?
কোন মহাজনপদটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ছিল?
গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনি কোন মহাজনপদের অন্তর্গত ছিল?
কাশী মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
কোশল মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
অবন্তী মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
মগধের প্রথম শক্তিশালী শাসক কে ছিলেন?
কোন মহাজনপদ তার লোহার আকরিকের জন্য বিখ্যাত ছিল?
বৎস মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
কুরু মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
পানিপথের যুদ্ধক্ষেত্র কোন মহাজনপদের অন্তর্গত ছিল?
মল্ল মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
বজ্জি মহাজনপদ কয়টি উপজাতি নিয়ে গঠিত একটি কনফেডারেসি ছিল?
শূরসেন মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
প্রাচীন ভারতের কোন মহাজনপদটি পরবর্তীতে মগধের সাথে যুক্ত হয়েছিল?
গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
কম্বোজ মহাজনপদটি মূলত কোন অঞ্চলে অবস্থিত ছিল?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
মহাজনপদগুলির উত্থানকে দ্বিতীয় নগরায়ণ বলা হয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
মগধ ছিল ১৬টি মহাজনপদের মধ্যে সবচেয়ে দুর্বল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
বজ্জি একটি রাজতান্ত্রিক মহাজনপদ ছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
তক্ষশীলা ছিল গান্ধার মহাজনপদের রাজধানী।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
কোশল মহাজনপদটি গঙ্গা নদীর উত্তর তীরে অবস্থিত ছিল।
মহাজনপদ ও রাজধানীর জোড় মেলাও।
মহাজনপদ ও অঞ্চলের জোড় মেলাও।