প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মহাজনপদ যুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে তৈরি এই ক্যুইজ। ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি সহজ ভাষায় উপস্থাপিত হয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
মহাজনপদ যুগের গুরুত্বপূর্ণ ক্যুইজ প্রশ্ন
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
মহাজনপদের সংখ্যা কত ছিল?
মগধের প্রথম রাজধানী কোথায় ছিল?
কোন মহাজনপদটি গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল?
বজ্জি মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
কৌশল মহাজনপদের রাজধানী কি ছিল?
কোন মহাজনপদটি প্রজাতান্ত্রিক ছিল?
প্রথম কোন শাসক মগধকে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন?
নন্দেরা কোন মহাজনপদের শাসক ছিল?
মগধের উত্থানের পিছনে কোন নদীগুলির ভূমিকা ছিল?
অবন্তী মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
কোন মহাজনপদটি ঘোড়ার ব্যবসার জন্য বিখ্যাত ছিল?
অঙ্গ মহাজনপদের রাজধানী কি ছিল?
মৎস্য মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
কোন মহাজনপদ বর্তমান উত্তরপ্রদেশে অবস্থিত ছিল না?
মগধের কোন শাসক পাটলিপুত্র নগরীর ভিত্তি স্থাপন করেন?
কোশল ও মগধের মধ্যে প্রধান দ্বন্দ্বের কারণ কি ছিল?
প্রাচীন ভারতের প্রথম সাম্রাজ্য কোনটি ছিল?
বৎস মহাজনপদের রাজধানী কি ছিল?
কুরু মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
কোন মহাজনপদটি বিন্ধ্য পর্বতের দক্ষিণে অবস্থিত ছিল?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ষোড়শ মহাজনপদ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উদ্ভব হয়েছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
মগধের রাজা অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
গান্ধার মহাজনপদটি বর্তমান আফগানিস্তানে অবস্থিত ছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
অবন্তী ছিল একটি প্রজাতান্ত্রিক মহাজনপদ।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
নন্দেরা ছিল মৌর্যদের পূর্বসূরি।
মহাজনপদ ও তাদের রাজধানীর জোড় মেলাও।
মহাজনপদ ও তাদের বর্তমান অবস্থানের জোড় মেলাও।