Samudragupta ও Chandragupta II-র প্রধান কৃতিত্ব নিয়ে এই ক্যুইজটি তৈরি হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এখানে রয়েছে। ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য জানতে ও প্রস্তুতি নিতে এই ক্যুইজটি অবশ্যই খেলে দেখো।
Samudragupta ও Chandragupta II-র কৃতিত্ব: ক্যুইজ প্রশ্নোত্তর
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 8
গুপ্ত সাম্রাজ্যের কোন শাসককে 'ভারতের নেপোলিয়ন' বলা হয়?
সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন, যিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেন?
সমুদ্রগুপ্তের সামরিক অভিযান সম্পর্কে কোন শিলালিপিতে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়?
সমুদ্রগুপ্ত কোন উপাধি ধারণ করেছিলেন?
সমুদ্রগুপ্তের মুদ্রায় তাকে কী বাজাতে দেখা যায়?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য নাম কী ছিল?
ফাহিয়েন নামক চীনা পরিব্রাজক কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন সাহিত্যিক নবজাগরণ ঘটেছিল?
নবরত্ন কোন গুপ্ত সম্রাটের সভাকে অলঙ্কৃত করেছিল?
কাকে 'দেবরাজ' বা 'দেবগুপ্ত' নামেও অভিহিত করা হয়?
দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন ধাতুর মুদ্রা প্রচলন করেছিলেন?
সমুদ্রগুপ্তের কোন নীতিকে 'দিগ্বিজয়' বলা হত?
সমুদ্রগুপ্তের 'ধর্ম-প্রচার-বন্ধু' উপাধি কী নির্দেশ করে?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গে কোন রাজবংশের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছিল?
ফাহিয়েনের ভারত ভ্রমণের মূল উদ্দেশ্য কী ছিল?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাসদদের মধ্যে অন্যতম বিখ্যাত কবি কে ছিলেন?
সমুদ্রগুপ্তের বিজিত রাজ্যগুলির মধ্যে কোনটি দাক্ষিণাত্য অঞ্চলের ছিল?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় শিল্পকলা ও স্থাপত্যের কোন পরিবর্তন দেখা যায়?
কোন গুপ্ত শাসক 'শকারি' উপাধি ধারণ করেছিলেন?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
'এলাহাবাদ প্রশস্তি' হরিসেন দ্বারা রচিত হয়েছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নবরত্ন বলে কিছু ছিল না।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
সমুদ্রগুপ্ত একজন দক্ষ সঙ্গীতজ্ঞ ছিলেন।
শাসক ও উপাধির জোড় মেলাও।
শাসক ও ঘটনার জোড় মেলাও।