Samudragupta ও Chandragupta II-র প্রধান কৃতিত্ব নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা তোমার প্রস্তুতিতে সহায়ক হবে। এই ক্যুইজটি UPSC, SSC, PSC সহ বিভিন্ন পরীক্ষার জন্য উপযোগী।
Samudragupta ও Chandragupta II-র কৃতিত্ব: ক্যুইজ প্রশ্নোত্তর
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন?
কোন শিলালিপি থেকে সমুদ্রগুপ্তের বিজয় অভিযানের কথা জানা যায়?
সমুদ্রগুপ্তকে 'ভারতের নেপোলিয়ন' কে আখ্যা দেন?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন?
সমুদ্রগুপ্ত কোন মুদ্রায় নিজেকে বীণা বাজাতে দেখিয়েছিলেন?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্তা কোন বংশের রাজবধূ ছিলেন?
সমুদ্রগুপ্তের সময়ে কোন বৌদ্ধ পণ্ডিত তার মন্ত্রী ও সুহৃদ ছিলেন?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি কে ছিলেন বলে মনে করা হয়?
সমুদ্রগুপ্তের পর সিংহাসনে কে বসেন?
কোন যুদ্ধের মাধ্যমে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিমী ক্ষত্রপদের পরাজিত করেন?
এলাহাবাদ প্রশস্তি কতগুলি শ্লোকে বিভক্ত?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালকে গুপ্ত সাম্রাজ্যের 'সুবর্ণ যুগ' বলা হয় কেন?
সমুদ্রগুপ্তের অশ্বমেধ যজ্ঞের প্রমাণ পাওয়া যায় কোন মাধ্যমে?
দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার সাম্রাজ্য কোথায় কোথায় বিস্তার করেন?
সমুদ্রগুপ্তের পিতার নাম কি ছিল?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের পত্নীর নাম কি ছিল?
সমুদ্রগুপ্ত কোন উপাধি গ্রহণ করেননি?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের নব-রত্নদের মধ্যে কে জ্যোতির্বিজ্ঞানী ছিলেন?
কোন অঞ্চলের উপর নিয়ন্ত্রণ লাভের জন্য সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত অভিযান করেন?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রথম শাসক।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত 'শকারি' উপাধি গ্রহণ করেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
সমুদ্রগুপ্তকে 'কবিরাজ' উপাধিতে ভূষিত করা হয়েছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ফা-হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে সতীদাহ প্রথার উল্লেখ করেছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
সমুদ্রগুপ্তের সাম্রাজ্য উত্তর ভারত থেকে নর্মদা নদী পর্যন্ত বিস্তৃত ছিল।
রাজা ও সভাকবির জোড় মেলাও।
উপাধি ও শাসকের জোড় মেলাও।