Sikh Gurus ও শিখ ধর্মের উত্থান নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। এই ক্যুইজটি তোমার জ্ঞান যাচাই করতে সাহায্য করবে।
Sikh Gurus ও শিখ ধর্মের উত্থান: ক্যুইজ প্রশ্নাবলী
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 13
কোন শিখ গুরু খালসা পন্থের সূচনা করেন?
শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি?
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে?
কোন শিখ গুরু 'আদি গ্রন্থ' সংকলন করেন?
শিখদের দশম এবং শেষ গুরু কে ছিলেন?
কোন শিখ গুরু অমৃতসরের গোল্ডেন টেম্পল নির্মাণ শুরু করেন?
পঞ্চ পীঠে কোনটি অন্তর্ভুক্ত নয়?
কোন মুঘল সম্রাট গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দেন?
শিখ সামরিক শক্তি কে সংগঠিত করেন?
কোন শিখ গুরু 'লঙ্গর' প্রথা চালু করেন?
শিখদের পবিত্র শহর কোনটি?
কোন শিখ গুরুকে 'হিন্দ কি চাদর' বলা হয়?
গুরুমুখী লিপির প্রবর্তন কে করেন?
ভক্তি আন্দোলনের কোন সাধক শিখ ধর্মের উপর প্রভাব ফেলেছিলেন?
আদি গ্রন্থ কত সালে সম্পন্ন হয়?
কোন শিখ গুরু 'মানজি' প্রথা চালু করেন?
খালসা পন্থ কত সালে প্রতিষ্ঠিত হয়?
কোন শিখ গুরু সতীদাহ প্রথার বিরোধিতা করেন?
বন্দা সিং বাহাদুর কে ছিলেন?
শিখদের প্রথম সামরিক নেতা কে ছিলেন?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
শিখ ধর্মের মূল ভিত্তি হলো এক ঈশ্বরবাদ।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
গুরু গোবিন্দ সিং গুরু গ্রন্থ সাহেবকে পরবর্তী গুরু ঘোষণা করেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
অমৃতসর শহরটি গুরু রাম দাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
পঞ্চ ককার শুধুমাত্র পুরুষ শিখদের জন্য প্রযোজ্য।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
শিখদের দশজন গুরু ছিলেন।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
গুরু ও তাদের সাথে জড়িত স্থানের জোড় মেলাও।
আরও History বিষয়ক ক্যুইজ খেল