বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। প্রস্তুতি যাচাই ও জ্ঞান বাড়াতে এই ক্যুইজটি অবশ্যই খেলে দেখো।
Vijayanagara ও বাহমনি সাম্রাজ্য বিষয়ক ক্যুইজ
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 14
বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণগুলির মধ্যে কোনটি প্রধান ছিল?
বিজয়নগর সাম্রাজ্যের কোন রাজবংশ কৃষ্ণদেবরায়কে অন্তর্ভুক্ত করে?
তালিকাটা যুদ্ধকে আর কি নামে ডাকা হয়?
বাহমনি সাম্রাজ্যের বিভক্তির পর গঠিত বিজাপুর সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
বিজয়নগর সাম্রাজ্যের সময় বিখ্যাত মন্দির স্থাপনা শৈলী কোনটি ছিল?
আফনাসি নিকিতিন কোন শাসককালে বাহমনি সাম্রাজ্যে এসেছিলেন?
বিজয়নগরের কোন শাসককে 'অভিনব ভোজ' উপাধি দেওয়া হয়েছিল?
বাহমনি সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল?
বিজয়নগর সাম্রাজ্যের গ্রামগুলির প্রধানকে কি বলা হত?
পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পায়েস কার শাসনকালে বিজয়নগর পরিদর্শন করেন?
বাহমনি সাম্রাজ্যের পতনকালে গঠিত গোলকোন্ডা সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক তার রাজ্যে তেলুগু সাহিত্যকে পৃষ্ঠপোষকতা করেন?
বাহমনি সুলতানদের মধ্যে কে দেবরায় প্রথমের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন?
বিজয়নগর সাম্রাজ্যের সময় ভূমি রাজস্বের প্রধান উৎস কি ছিল?
বাহমনি সাম্রাজ্যে কত সালে প্রথমবার মুদ্রা তৈরি করা হয়?
বিজয়নগর সাম্রাজ্যের কোন রাজা 'গজবেতকারা' বা 'হাতি শিকারী' উপাধি গ্রহণ করেন?
বিজয়নগর সাম্রাজ্যের সামরিক বিভাগের প্রধানকে কি বলা হত?
বাহমনি সাম্রাজ্যের কোন শাসক দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত ছিলেন?
বিজয়নগর সাম্রাজ্যে 'অষ্টদিগ্গজ' বলতে কাদের বোঝাত?
বিজয়নগর সাম্রাজ্যের পতনকালে প্রকৃত ক্ষমতা কার হাতে ছিল?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতের শেষ হিন্দু সাম্রাজ্য ছিল না।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
বাহমনি সাম্রাজ্যের একমাত্র শাসক নারী ছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
কৃষ্ণদেবরায় তুলুভ রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
বাহমনি সাম্রাজ্য তালকোটা যুদ্ধে বিজয়নগরের বিরুদ্ধে জোটের অংশ ছিল না।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
বিজয়নগর সাম্রাজ্যের সময় পর্তুগিজরা ভারতের পশ্চিম উপকূলে বাণিজ্য করত।
শাসক ও তাদের উপাধির জোড় মেলাও।
যুদ্ধ ও সালতানাতের জোড় মেলাও।
আরও History বিষয়ক ক্যুইজ খেল
- মুঘল শিল্প ও স্থাপত্য ক্যুইজ: তাজমহল, লালকেল্লা ও ফতেপুর সিক্রি
- মধ্যযুগীয় মুদ্রা ব্যবস্থা: টঙ্কা, জিতল ও দম ক্যুইজ
- মধ্যযুগীয় ভারতের আঞ্চলিক রাজ্য: বেঙ্গল, জৌনপুর ও গুজরাট ক্যুইজ
- মধ্যযুগীয় ভারতের বিখ্যাত পর্যটক ক্যুইজ: ইবন বতুতা, আল-বিরুনি ও মার্কো পোলো
- ভারতে ইউরোপীয় আগমন: পর্তুগিজ, ডাচ, ফরাসি ও ইংরেজ ক্যুইজ