মধ্যযুগীয় ভারতের দুই বিশিষ্ট নারী শাসক রজিয়া সুলতানা ও চাঁদ বিবি নিয়ে এই ক্যুইজটি তৈরি হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এখানে রয়েছে। ইতিহাস ভালোভাবে জানতে ও প্রস্তুতি নিতে এই ক্যুইজটি অবশ্যই দাও।
রজিয়া সুলতানা ও চাঁদ বিবি বিষয়ক ক্যুইজ প্রশ্নাবলী
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
ভারতে প্রথম মুসলিম নারী শাসক কে ছিলেন?
রজিয়া সুলতানা কোন রাজবংশের শাসক ছিলেন?
রজিয়া সুলতানা কার কন্যা ছিলেন?
রজিয়া সুলতানা কত সালে সিংহাসনে আরোহণ করেন?
রজিয়া সুলতানার পতন ঘটানোর জন্য কে দায়ী ছিলেন?
চাঁদ বিবি কোন রাজ্যের শাসক ছিলেন?
চাঁদ বিবি কোন মুঘল সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করেন?
চাঁদ বিবির সাথে মুঘলদের কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
চাঁদ বিবির প্রকৃত নাম কি ছিল?
চাঁদ বিবিকে কে হত্যা করেন?
দিল্লি সালতানাতের প্রথম এবং একমাত্র নারী শাসক কে ছিলেন?
রজিয়া সুলতানা কোন উপাধি গ্রহণ করেছিলেন?
রজিয়া সুলতানাকে হত্যার ষড়যন্ত্রে কে জড়িত ছিল?
চাঁদ বিবি আহমেদনগরের শাসক হিসেবে কার পক্ষে কাজ করেন?
রজিয়া সুলতানার শাসনকালে কোন বিদ্রোহ হয়েছিল?
চাঁদ বিবি আহমেদনগরের হয়ে কত সালে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন?
রজিয়া সুলতানা কোন অঞ্চলে নিহত হন?
চাঁদ বিবির মৃত্যুর পর আহমেদনগর রাজ্য মুঘলদের হাতে কখন আসে?
রজিয়া সুলতানা কোন পোশাক পরিধান করতেন?
চাঁদ বিবি কার কন্যা ছিলেন?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
রজিয়া সুলতানা একজন দক্ষ প্রশাসক ও সামরিক নেত্রী ছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
চাঁদ বিবি মুঘল সম্রাট হুমায়ুনের বিরুদ্ধে যুদ্ধ করেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
রজিয়া সুলতানার শাসনকাল ১২৩৬ থেকে ১২৪০ সাল পর্যন্ত ছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
চাঁদ বিবিকে গোলকোন্ডার রানী হিসাবেও পরিচিত ছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
আহমেদনগরের প্রতিরক্ষায় চাঁদ বিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
শাসক ও তাদের রাজ্যের জোড় মেলাও।
শাসক ও তাদের সম্পর্কের জোড় মেলাও।
আরও History বিষয়ক ক্যুইজ খেল