অর্ধপরিবাহী ও মৌলিক ইলেকট্রনিক্স নিয়ে এই ক্যুইজে থাকছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এই ক্যুইজ তোমার প্রস্তুতি যাচাই করতে ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে সাহায্য করবে।
অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স ক্যুইজের প্রশ্নাবলী
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 13
তড়িৎ পরিবাহী ও অন্তরকের মাঝামাঝি পরিবাহিতা সম্পন্ন পদার্থকে কি বলে?
নিম্নলিখিত কোনটি একটি অর্ধপরিবাহী পদার্থ?
একটি ডায়োডের প্রধান কাজ কি?
ট্রানজিস্টরের প্রধান কাজ কি?
যে প্রক্রিয়ায় বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অপদ্রব্য যোগ করা হয় তাকে কি বলে?
P-টাইপ অর্ধপরিবাহী তৈরিতে কোন ধরনের অপদ্রব্য ব্যবহার করা হয়?
N-টাইপ অর্ধপরিবাহী তৈরিতে কোন ধরনের অপদ্রব্য ব্যবহার করা হয়?
একটি LED (Light Emitting Diode) কোন নীতির উপর কাজ করে?
ইন্টিগ্রেটেড সার্কিট (IC) মূলত কি দিয়ে তৈরি হয়?
কোন উপাদানটি সার্কিটে তড়িৎ প্রবাহকে সীমিত করে?
সার্কিটে বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করতে কোন উপাদান ব্যবহার করা হয়?
রেকটিফায়ার তৈরিতে কোন ইলেকট্রনিক্স উপাদান ব্যবহার করা হয়?
অ্যামপ্লিফায়ার তৈরিতে কোন উপাদানটি মুখ্য ভূমিকা পালন করে?
সিলিকন কোন শ্রেণীর অর্ধপরিবাহী পদার্থ?
কম্পিউটার চিপস তৈরিতে কোন পদার্থটি সর্বাধিক ব্যবহৃত হয়?
ভোল্টেজ নিয়ন্ত্রণের জন্য কোন ধরনের ডায়োড ব্যবহার করা হয়?
ফটোডায়োড কোন শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে?
একটি PNP ট্রানজিস্টরের মাঝের স্তরটি কি?
IC আবিষ্কারের ফলে ইলেকট্রনিক্স ডিভাইসের আকার কেমন হয়েছে?
কোন অর্ধপরিবাহী উপাদানটি সোলার প্যানেলে ব্যবহার করা হয়?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ডায়োড একমুখী তড়িৎ প্রবাহের অনুমতি দেয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ট্রানজিস্টর শুধুমাত্র সুইচ হিসেবে কাজ করে, অ্যামপ্লিফায়ার হিসেবে নয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
সিলিকন একটি অন্তরক পদার্থ।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ডোপিং ছাড়া অর্ধপরিবাহী তৈরি করা সম্ভব নয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
রেজিস্টর বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে।
উপাদান ও তাদের কাজের জোড় মেলাও।
পদার্থ ও তাদের প্রকারের জোড় মেলাও।
আরও পদার্থবিদ্যা বিষয়ক ক্যুইজ খেল
- সাউন্ড ওয়েভ ও ডপলার ইফেক্ট ক্যুইজ: গুরুত্বপূর্ণ পদার্থবিদ্যা প্রশ্ন
- ইলেকট্রিসিটি ও চুম্বকত্ব ক্যুইজ: ওহমের সূত্র থেকে ইলেক্ট্রোম্যাগনেট
- ইলেকট্রিসিটি ও চুম্বকত্ব: ওহমের সূত্র থেকে ইলেক্ট্রোম্যাগনেট ক্যুইজ
- আধুনিক পদার্থবিদ্যা: রেডিওঅ্যাক্টিভিটি ও নিউক্লিয়ার এনার্জি ক্যুইজ
- বিজ্ঞানী যন্ত্র ও তাদের ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ ক্যুইজ