সাউন্ড ওয়েভ ও ডপলার ইফেক্ট নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্যুইজ ও প্রশ্নোত্তর এখানে পাও। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্ন উত্তর অনুশীলন করো, পরীক্ষায় সাফল্য নিশ্চিত করো।
সাউন্ড ওয়েভ ও ডপলার ইফেক্ট ক্যুইজ প্রশ্নাবলী
Total Questions: 26
Total Marks: 30
Total Slides: 11
শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ?
শব্দের তীব্রতা পরিমাপের একক কি?
শূন্য মাধ্যমে শব্দের গতি কত?
মানুষের কানে শ্রাব্য শব্দের কম্পাঙ্কের সীমা কত?
ডপলার প্রভাব কিসের সাথে সম্পর্কিত?
একটি শব্দের তীক্ষ্ণতা কিসের উপর নির্ভর করে?
প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত (বায়ুতে)?
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
বাদুড় কিভাবে তাদের শিকার খুঁজে পায়?
শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে কোনটি অপরিবর্তিত থাকে?
ডপলার প্রভাবের একটি বাস্তব উদাহরণ কোনটি?
আল্ট্রাসাউন্ডের কম্পাঙ্ক কত হয়?
শব্দ দূষণ পরিমাপের জন্য সাধারণত কোন একক ব্যবহৃত হয়?
শব্দ তরঙ্গের বিস্তার কিসের সাথে সম্পর্কিত?
মেগাফোন কিভাবে কাজ করে?
শব্দের গতি সবচেয়ে কম কোন মাধ্যমে?
রেডার (RADAR) কিসের উপর ভিত্তি করে কাজ করে?
একটি শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বাড়লে তার কম্পাঙ্ক কি হবে (গতি স্থির থাকলে)?
কোন যন্ত্রে ডপলার প্রভাব ব্যবহার করে বস্তুর গতি পরিমাপ করা হয়?
মানুষের কানের কোন অংশ শব্দের কম্পন মস্তিষ্কে পাঠায়?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
শব্দ তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ডপলার প্রভাব শুধুমাত্র শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
শব্দের তীব্রতা ডেসিবেল এককে পরিমাপ করা হয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
তরল মাধ্যমে শব্দের গতি কঠিন মাধ্যমের চেয়ে বেশি।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
প্রতিধ্বনি শুনতে হলে উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব থাকতে হয়।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
আরও পদার্থবিদ্যা বিষয়ক ক্যুইজ খেল