তাপ ও তাপগতিবিদ্যা নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। এই ক্যুইজে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। অবশ্যই চেষ্টা করো।
তাপ ও তাপগতিবিদ্যা বিষয়ক ক্যুইজ প্রশ্নাবলি
Total Questions: 27
Total Marks: 31
Total Slides: 15
উত্তাপ পরিমাপের একক কি?
তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের কণার সরাসরি চলাচল হয়?
তাপমাত্রার SI একক কি?
কোন তাপমাত্রায় জল জমে বরফ হয়?
কোন তাপমাত্রায় জলের স্ফুটনাঙ্ক হয়?
কোন যন্ত্র দিয়ে তাপমাত্রা মাপা হয়?
তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিসের সংরক্ষণ বোঝায়?
তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কিসের সাথে সম্পর্কিত?
একটি আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ হলে এবং তাপমাত্রা স্থির থাকলে চাপ কী হবে?
কঠিন পদার্থ থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কোন মাধ্যমের প্রয়োজন হয় না, সেটি কি?
নির্দিষ্ট উষ্ণতায় গ্যাস কর্তৃক গৃহীত তাপকে কি বলে?
তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কে আবিষ্কার করেন?
বরফ গলনের লীন তাপ কত?
জলীয় বাষ্পের ঘনীভবনের লীন তাপ কত?
সঙ্কোচন এবং প্রসারণের মাধ্যমে তাপ সঞ্চালনের প্রক্রিয়াকে কী বলে?
কালো বস্তু তাপের কী?
কোন তাপমাত্রাটি পরম শূন্য তাপমাত্রা নামে পরিচিত?
ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত?
গ্যাসের অণুগুলির গতিশক্তির সাথে সম্পর্কিত ভৌত রাশি কোনটি?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
তাপ একটি শক্তি।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
তাপমাত্রা বাড়লে পদার্থের অণুগুলির গতিশক্তি কমে যায়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ঠাণ্ডা বস্তু থেকে গরম বস্তুতে স্বতঃস্ফূর্তভাবে তাপ প্রবাহিত হয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
স্টিফেন-বোল্টজম্যান সূত্র বিকিরণ সম্পর্কিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম ও পারিপার্শ্বিকের মধ্যে তাপের আদান-প্রদান ঘটে।
Invalid question format. Preparing next question...
⏳
তাপ সঞ্চালনের পদ্ধতি ও উদাহরণ জোড় মেলাও।
পদার্থ বিদ্যা থেকে আরও ক্যুইজ
- মানব চোখ ও অপটিক্যাল যন্ত্র: প্রতিযোগিতামূলক ক্যুইজ
- সাউন্ড ওয়েভ ও ডপলার ইফেক্ট ক্যুইজ: গুরুত্বপূর্ণ পদার্থবিদ্যা প্রশ্ন
- ইলেকট্রিসিটি ও চুম্বকত্ব ক্যুইজ: ওহমের সূত্র থেকে ইলেক্ট্রোম্যাগনেট
- ইলেকট্রিসিটি ও চুম্বকত্ব: ওহমের সূত্র থেকে ইলেক্ট্রোম্যাগনেট ক্যুইজ
- আধুনিক পদার্থবিদ্যা: রেডিওঅ্যাক্টিভিটি ও নিউক্লিয়ার এনার্জি ক্যুইজ