মানব চোখ ও অপটিক্যাল যন্ত্র নিয়ে এই ক্যুইজে থাকছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। নিয়মিত অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সহজ হবে। এই ক্যুইজ তোমার প্রস্তুতিকে আরও মজবুত করবে।
মানব চোখ ও অপটিক্যাল যন্ত্র বিষয়ক ক্যুইজ প্রশ্ন
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 10
রেটিনা দ্বারা গঠিত প্রতিবিম্ব কেমন হয়?
চোখের লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তন করার ক্ষমতাকে কি বলে?
মানব চোখের যে অংশে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, তার নাম কি?
দূরের বস্তু দেখতে অসুবিধা হলে কোন দৃষ্টি ত্রুটি হয়?
নিকট দৃষ্টি ত্রুটি সংশোধনের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়?
রঙিন বস্তু দেখার জন্য চোখের কোন কোষ দায়ী?
সূর্যালোকের প্রভাবে কোন ভিটামিন চোখের জন্য উপকারী?
একটি সাধারণ ক্যামেরার কার্যপ্রণালী মানব চোখের কোন অংশের সাথে সাদৃশ্যপূর্ণ?
টেলিস্কোপের প্রধান কাজ কি?
আলোকবর্ষ কিসের একক?
মানুষের চোখে প্রতিবিম্ব তৈরি হতে কত সময় লাগে?
অ্যাস্টিগম্যাটিজম ত্রুটি সংশোধনের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়?
একটি ম্যাগনিফাইং গ্লাস কি ধরনের লেন্স ব্যবহার করে?
মানুষের চোখের আইরিশের কাজ কি?
মাইক্রোস্কোপ ব্যবহার করে কি দেখা হয়?
আলোর প্রতিসরণের কারণে কি হয়?
কোন অপটিক্যাল যন্ত্র সাবমেরিনে ব্যবহৃত হয়?
রড কোষ কোন দৃষ্টির জন্য দায়ী?
চোখের লেন্স যখন অস্বচ্ছ হয়ে যায়, তখন তাকে কি বলে?
একটি প্রিজম দ্বারা আলোকরশ্মি কি হয়?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
মায়োপিয়াতে আক্রান্ত ব্যক্তি দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পায়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
মানুষের চোখ একটি উত্তল লেন্সের মতো কাজ করে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
হাইপারমেট্রোপিয়া সংশোধনের জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ক্যামেরার অ্যাপারচার চোখের তারারন্ধ্রের মতো কাজ করে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
টেলিস্কোপ কাছের বস্তুকে বড় করে দেখায়।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
আরও পদার্থবিদ্যা বিষয়ক ক্যুইজ খেল