Work, Power & Energy অধ্যায় অর্থাৎ কার্য, ক্ষমতা ও শক্তি থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। এই ক্যুইজে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। MCQ ও True/False প্রশ্নের মাধ্যমে নিজেকে যাচাই করো।
কার্য, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের ক্যুইজ
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 15
যদি কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি বলের দিকে সরণ ঘটায়, তবে কী উৎপন্ন হয়?
কার্যের SI একক কি?
ক্ষমতার SI একক কি?
একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে তোলার জন্য যে কার্য করা হয়, তা বস্তুর মধ্যে কোন শক্তি রূপে সঞ্চিত থাকে?
কোন যন্ত্র দিয়ে কার্য পরিমাপ করা হয়?
যদি একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, কিন্তু বস্তুর সরণ না হয়, তাহলে কার্যের পরিমাণ কত?
গতিশীল বস্তুর মধ্যে যে শক্তি থাকে, তাকে কী বলে?
একটি বস্তুর ভর m এবং বেগ v হলে তার গতিশক্তির সূত্র কী?mgh
Invalid question format. Preparing next question...
⏳
কোন ক্ষেত্রে ঋনাত্মক কার্য হয়?
ক্ষমতা কাকে বলে?
এক অশ্বশক্তি (Horsepower) সমান কত ওয়াট?
Invalid question format. Preparing next question...
⏳
শক্তির রূপান্তরের উদাহরণ কোনটি?
শক্তির নিত্যতা সূত্র কী বলে?
এক জুল (Joule) কত নিউটন-মিটারের সমান?
একটি বস্তুকে উল্লম্বভাবে উপরে ছুঁড়ে দিলে, সর্বোচ্চ বিন্দুতে তার কোন শক্তি সর্বাধিক হয়?
একটি ডিনামো কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে?
একটি বৈদ্যুতিক মোটর কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে?
কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
কার্য একটি ভেক্টর রাশি।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ক্ষমতা হল কার্য করার হার।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
একটি স্থির বস্তুর গতিশক্তি শূন্য।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
শক্তির SI একক ওয়াট।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
যদি কোন বল প্রয়োগ করা না হয়, তাহলে কোন কার্য হয় না।
রাশি ও একক এর জোড় মেলাও।
শক্তির রূপান্তর ও উদাহরণ এর জোড় মেলাও।
পদার্থ বিদ্যা থেকে আরও ক্যুইজ
- মানব চোখ ও অপটিক্যাল যন্ত্র: প্রতিযোগিতামূলক ক্যুইজ
- ইলেকট্রিসিটি ও চুম্বকত্ব: ওহমের সূত্র থেকে ইলেক্ট্রোম্যাগনেট ক্যুইজ
- সাউন্ড ওয়েভ ও ডপলার ইফেক্ট ক্যুইজ: গুরুত্বপূর্ণ পদার্থবিদ্যা প্রশ্ন
- ইলেকট্রিসিটি ও চুম্বকত্ব ক্যুইজ: ওহমের সূত্র থেকে ইলেক্ট্রোম্যাগনেট
- আধুনিক পদার্থবিদ্যা: রেডিওঅ্যাক্টিভিটি ও নিউক্লিয়ার এনার্জি ক্যুইজ